পরিবেশ অধিদপ্তর, বরিশাল বিভাগীয় কার্যালয়টি ৩৯৯, নবগ্রাম রোড, বরিশালে অবস্থিত। কার্যালয়ের প্রধান হিসেবে একজন উপপরিচালক রয়েছেন। কার্যালয়টি ২০০৩ সালে বরিশালে প্রতিষ্ঠিত হয়েছে। পরিবেশ অধিদপ্তর, বরিশাল বিভাগীয় কার্যালয় বরিশাল বিভাগের ০৬টি জেলার ৪২টি উপজেলার বর্তমান ও আগামী প্রজন্মের জন্য দূষণমুক্ত পরিবেশ রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ বিভাগের সকল শিল্প প্রতিষ্ঠান/প্রকল্প স্থাপনের জন্য অনলাইনে পরিবেশগত ছাড়পত্র ও নবায়ন প্রদান, কার্যক্রম মনিটরিং এবং এনফোর্সমেন্ট ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়ে থাকে। বিদ্যমান শিল্প প্রতিষ্ঠান/প্রকল্পের ক্ষেত্রেও একইরূপ কার্যক্রম পরিচালনা করা হয়। পরিবেশ দূষণের যেকোনো ধরণের অভিযোগ, জলাশয় ভরাট ইত্যাদি বিষয়ে সরেজমিন পরিদর্শনপূর্বক নোটিশ প্রদান, মোবাইল কোর্ট ও এনফোর্সমেন্ট পরিচালনা করা হয়। অত্র দপ্তরের গবেষণাগারে ভূ-গর্ভস্থ, ভূ-পৃষ্ঠস্থ পানি, বায়ু ও শব্দের মানমাত্রা মনিটরিং ও বিশ্লেষণ করা হয়। পরিবেশ দূষণরোধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) মোতাবেক সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ, অবৈধভাবে পরিচালিত ইটভাটা, যানবাহনের কালো ধোঁয়া, জলাশয় ভরাট বন্ধে পরিবেশ অধিদপ্তর, বরিশাল বিভাগীয় কার্যালয় মোবাইল কোর্ট ও এনফোর্সমেন্ট পরিচালনা করে থাকে। পরিবেশ রক্ষার বিষয়ে জনসচেতনতা প্রচার প্রচারনা চালানো হয় এবং প্রতিবছর বিশ্ব পরিবেশ দিবস ৫ জুন অত্যন্ত জাকজমকপূর্ণভাবে পালন করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস