অদ্য ০৫/০১/২০২৩ তারিখ বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তর, বরিশাল বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে পিরোজপুর জেলার সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মরিয়ম জাহান-এর নেতৃত্বে পিরোজপুর শহরের পূর্ব শিকারপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত অভিযানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রয়, বিক্রয়ের জন্য প্রদর্শন, মজুত, বিতরণ করার অপরাধে মেসার্স ফাতেমা স্টোর, প্রো: নুরুল হক মিয়াকে ১,০০০/-টাকা জরিমানা আদায় এবং আনুমানিক ৫ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তর, বরিশাল বিভাগীয় কার্যালয়ের সিনিয়র কেমিস্ট জনাব মোঃ গোলাম কিবরিয়া প্রসিকিউশন প্রদান করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস