Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
rrr
Details

অদ্য ১৭/০৪/২০১৯ তারিখ বুধবার পরিবেশ অধিদপ্তর, বরিশাল বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো: আবদুল হালিম-এর নেতৃত্বে এবং আর্মস পুলিশ ব্যাটালিয়ান, বরিশাল এবং ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, বরিশাল-এর সহযোগিতায় বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার ক্ষুদ্রকাঠিতে এবং মুলাদী উপজেলার বড়ইয়া, কাজিরচর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক জনাব মো: তোতা মিয়া রহমান সহযোগিতা করেন। “ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩” অনুযায়ী জেলা প্রশাসকের লাইসেন্স ব্যতিত ইট উৎপাদন করায় ৪নং ধারায় ক) মেসার্স আল-আরাবী ব্রিকস, প্রো: মো: আসাদুজ্জামান-কে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা জরিমানা অনাদায়ে আরও ০৬(ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড, জনাব কাজল চন্দ্র দাস ও কাজী শাহাদাত হোসেন, প্রত্যেককে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড এবং প্রত্যেককে ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা জরিমানা অনাদায়ে আরও ০৩(তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়  খ) মেসার্স দাইয়ান ব্রিকস, প্রতিনিধি মো: মইনুর খাঁ, বড়ইয়া, কাজিরচর, মুলাদী, বরিশালকে ০৩ মাসের বিনাশ্রম  প্রদান করা হয়।

০২।    মোবাইল কোর্ট পরিচালনার সময় ফায়ার সার্ভিসের মাধ্যমে দুইটি ইটভাটাই পানি দিয়ে আগুন সম্পূর্ণভাবে নিভিয়ে দেয়া হয় এবং কাঁচা ইট ধ্বংস করা হয়।

Images
Attachments
Publish Date
21/04/2019
Archieve Date
30/04/2019